অল্প রান তাড়া করতেই হিমসিম খেল ইংল্যান্ড

গতি ও বাউন্সের জন্য বিখ্যাত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ওপটাস স্টেডিয়াম। গতি ও বাউন্স রয়েছে ওপটাসে।
গত কয়েক মৌসুমে সেই বাউন্স, আর গতিতে নাজেহাল হয়েছে প্রতিপক্ষ।
শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ড ও আফগানিস্তানের বোলাররা তাই ভয়ংকর হয়ে উঠছছিলো এই পিচে। উইকেটের ৪-৫ মিটার লেংথ থেকে বল লাফিয়েছে নিয়মিত। আর এমন বাউন্সে আফগানিস্তানের ব্যাটসম্যানদেরই সমস্যাটা বেশি হওয়ার কথা। হয়েছেও তাই।

ইংল্যান্ড টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে স্যাম ক্যারনের দাপটে অলআউট করেছে মাত্র ১১২ রানে। ছোট্ট রান তাড়ায় চেনা আগ্রাসী ইংল্যান্ডকে দেখা যায়নি সেই বাউন্সের কারণেই। জয়ের জন্য ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ১৮.১ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড।