বাংলার কোচের দায়িত্ব ছাড়লেন অরুণলাল

বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণলাল। আজকেই তিনি নিজে সিএবিতে গিয়ে তাঁর সিদ্ধান্ত জানিয়ে এসেছেন। অরুণলাল আজ যখন সিএবিতে যান, তখন অভিষেক ডালমিয়া উপস্থিত না থাকায় সচিব স্নেহাশিস গাঙ্গুলির কাছে তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়ে আসেন। 

উইলোর উইলকে অরুণলাল বললেন যে তিনি ক্লান্ত, টানা নয় মাসের এই ধকল শারীরিক ভাবে তাঁর পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর সেই কারনেই তিনি দায়িত্ব ছড়ালেন। কিছুদিন বিশ্রাম নিতে চান। তবে তিনি এই বাংলা টিম নিয়ে বিশেষভাবে আশাবাদী। তিনি বিশ্বাস করেন যে আগামী কয়েক বছরের মধ্যে এই টিম সব ফরম্যাটে ভারতের সেরা পাঁচটা টিমের মধ্যে একটা হবে।

প্রসঙ্গত তিনি কোচ থাকাকালীন বাংলা রনজি ট্রফিতে একবার ফাইনালে এবং একবার সেমিফাইনালে ওঠে।