নিজের বিদায়ী একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই ক্রিকেট কর্তাদের একহাত নিলেন। তীব্র সমলোচনা করলেন বর্তমান ক্রীড়া সুচির।
তিনি বলেন ‘ক্রিকেটাররা গাড়ি নয় যে তেল ভড়লেই চলতে শুরু করলো’। তিনি আরও বলেন যে ইংল্যান্ডকে সম্প্রতি একইসঙ্গে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ খেলতে হয়েছে। দুটো টেস্টের মধ্যে সীমিত ওভারের ম্যাচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব ভয়ঙ্কর প্রবণতা।
ভারতে এই বিরাট-রোহিতদের বিশ্রাম থিওরী নিয়ে যখন প্রবল বিতর্ক চলছে, তার মাঝে স্টোকস-এর এমন বার্তা নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করবে। কোভিডের কারনে বাতিল হওয়া বহু সিরিজ এখন শেষ করতে গিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না।