তৃতীয় টেস্টের জন্য অধিনায়কের নাম ঘোষণা অজিদের।

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে যাওয়া অষ্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এর ভারতে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে কামিন্স এর মা এখনও পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় কামিন্স আপাতত সিডনিতেই রয়ে গিয়েছেন। আগামী ১ লা মার্চ ইন্দোর টেস্ট শুরু হ‌ওয়ার আগে তার এ দেশে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই অনুমান করা হচ্ছে। এমতাবস্থায় কামিন্স এর পরিবর্ত হিসেবে সহ অধিনায়ক স্টিভ স্মিথকে অস্থায়ী দলনেতা নির্বাচিত করার কথা ঘোষণা করেছে অষ্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন ডেভিড ওয়ার্নার এর সঙ্গে মিলিতভাবে বল বিকৃতি কেলেঙ্কারি কান্ডে যুক্ত থাকার অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ।সঙ্গত কারণেই অধিনায়কত্বের পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। পরবর্তীকালে দলে ফিরে সহ অধিনায়কের পদ পেলেও তাকে পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়নি যদিও বর্তমান অধিনায়ক কামিন্স এর পরিবর্ত হিসেবে তিনি কয়েকটি ক্ষেত্রে তদারকি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

এই মুহূর্তে টেস্ট সিরিজে অষ্ট্রেলিয়া ০-২ পিছিয়ে এবং অবশিষ্ট দুটি টেস্ট জিতলেও তাদের পক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করা সম্ভব নয়।তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য এই দুই টেস্ট তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এখন তৃতীয় টেস্টে কামিন্স না থাকায় অসিদের পেস বোলিং বিভাগ যে তুলনামূলকভাবে হীনবল হয়ে পড়ল সেকথা বলাই বাহুল্য। আপাতত তাদের হাতে রসদ বলতে প্রথম টেস্ট খেলা বোল্যান্ড,মরিস এবং সুস্থ হয়ে ওঠা মিচেল স্টার্ক। অষ্ট্রেলিয়া শিবিরের পক্ষে সুসংবাদ ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যামেরুণ গ্রিন এর তৃতীয় টেস্ট খেলার সম্ভাবনা উজ্জ্বল। সেক্ষেত্রে তাদের ব্যাটিং লাইনআপ এর প্রত্যাশিত ভেদ শক্তি কিঞ্চিৎ বৃদ্ধি পাওয়ার আশা।