আগামী ১লা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত গতবারের রনজি ট্রফি বিজয়ী মধ্যপ্রদেশের বিরুদ্ধে গোয়ালিয়রের মাটিতে ইরানি ট্রফির জন্য খেলতে নামছে অবশিষ্ট ভারত।
অধিনায়ক হিসেবে এই বছর রনজি ট্রফিতে সর্বোচ্চ রান করা মায়াঙ্ক আগারওয়ালকে নির্বাচিত করেছেন নির্বাচকরা। তার সঙ্গে ওপেনার হিসেবে থাকতে চলেছেন এই বছর রনজি ট্রফিতে ৭৯৮ রান করা অভিমন্যু ঈশ্বরণ সম্ভবত ব্যাট হাতে ওপেন করবেন তাঁর সঙ্গে।
এছাড়াও টপ অর্ডারে সুযোগ পেয়েছেন বাংলার সুদীপ কুমার ঘরামি, সৌরাষ্ট্রর হ্যার্ভিক দেশাই, দিল্লীর যশ ধুল, তামিলনাড়ুর বাবা ইন্দ্রজিৎ এবং মুম্বাইয়ের যশস্বী জয়সওয়াল। দুর্ভাগ্যবশত দল থেকে ব্রাত্য এই বছর রনজিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অর্পিত ভাসাভাড়া(৯২৬) এবং তৃতীয় সর্বোচ্চ রান করা অনুষ্টুপ মজুমদার(৮৬৭)।
দলে উইকেটরক্ষক হিসেবে থাকছেন রেল দলের উপেন্দ্র যাদব। স্পিনার হিসেবে থাকছেন ঝাড়খন্ডের সৌরভ কুমার এবং পাঞ্জাবের মায়াঙ্ক মার্কান্ডে।
পেস বোলিংয়ের প্রথম এগারোয়ে নিশ্চিতভাবে থাকবেন বাংলার দুই পেসার আকাশদীপ এবং মুকেশ কুমার। এছাড়াও রয়েছেন দিল্লীর নভদীপ সাইনি, বরোদার অতীত শেঠ, সৌরাষ্ট্রর চেতন সাকারিয়া এবং সার্ভিসেস দলের পুলকিত নারাং।
স্কোয়াডে বাংলার খেলোয়াড়দের প্রাধান্য বেশ অনেকটাই। কিন্তু কোথাও যেন বেশ সংযত সুদীপ কুমার ঘরামি। ফোনে ধরা হলে ঘরামি বললেন, ” দলে সুযোগ পাওয়ায় বেশ ভালো লাগছে। চেষ্টা করবো প্রথম এগারোয় সুযোগ পেলে কাজে লাগানোর।”
অবশিষ্ট ভারত স্কোয়াড:-
মায়াঙ্ক আগারওয়াল(অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, যশ ধুল, সুদীপ কুমার ঘরামি, যশস্বী জয়সোয়াল, বাবা ইন্দ্রজিৎ, হ্যার্ভিক দেশাই, উপেন্দ্র যাদব(উইকেটরক্ষক), সৌরভ কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, আকাশদীপ, মুকেশ কুমার, অতীত শেঠ, চেতন সাকারিয়া, পুলকিত নারাং, নভদীপ সাইনি।
মধ্যপ্রদেশ স্কোয়াড:-
হিমাংশু মন্ত্রী(অধিনায়ক ও উইকেটরক্ষক), যশ দুবে, শুভম শর্মা, রজত পতিদার, ভেঙ্কাটেশ আইয়ার, অক্ষৎ রঘুবংশী, আমন সোলাঙ্কি, হার্শ গাওলি, কুমার কার্তিকেয়া, সারাংশ জৈন, অঙ্কিত কুশওয়া, আবেশ খান, গৌরব যাদব, অনুভব আগারওয়াল, মিহির হিরওয়ানি।