গতকাল “উইলোর উইল”-এ কাশীনাথ ভট্টাচার্যের লেখা দেখে সকালেই ধন্যবাদ জানাতে ভোলেননি বাংলার কোচ অরুণলাল।
“উইলোর উইল”-কে পাঠানো সেই বার্তায় তাঁকে অসম্ভব আশাবাদী শোনায় বাংলা দল নিয়ে। যদিও তিনি মনে করেন, ব্যাটারদের ছন্দে ফেরাটা জরুরি। আর সেটা হলে তাঁর দল যে কোন প্রতিপক্ষকে টক্কর দেওয়ার জন্য তৈরি থাকবে। দরকার প্রতিজ্ঞা আর ছন্দ।
অরুণলাল মনে করছেন, ‘সাদা বলেও আমরা এই মরসুমে খুব ভাল খেলেছি। দুর্ভাগ্যবশত, ফলাফলে তার প্রতিফলন নেই। বাংলার এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে আমি আশাবাদী। সবাই সমীহ করছে। আমার বিশ্বাস, আগামী পাঁচ বছরে এই দল সব ফরম্যাটেই দেশের প্রথম তিনটি দলের মধ্যে থাকবে।’
প্রসঙ্গত, এলিট গ্রুপে তিনটির মধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে বাংলা এখন পরের পর্যায়ে এক-পা বাড়িয়েই রেখেছে।