বিশ্বকাপে হতাশার পর বড় ধাক্কা ওয়েস্টইন্ডিজের


গত সপ্তাহে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় ঘটেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ দলের। এবার আরও এক হতাশার খবর এলো তাদের জন্য। গতকাল ওয়েস্টইন্ডিজ দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ফিল সিমন্স।


ফিল সিমন্সের মেয়াদ সম্পূর্ণ হত আগামী ডিসেম্বরে। কথা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নিজের পদ ছাড়বেন সিমন্স। নিজের প্রেস বিবৃতিতে সিমন্স বলেছেন “আমি মনে করি এই পরাজয় শুধু আমাদের দলের জন্য নয় বরং সম্পূর্ণ দেশের জন্য হতাশার। এটা খুবই হৃদয়বিদারক ঘটনা যে আমরা পারিনি। আমরা খুব ভালো খেলিনি এবং ফলস্বরূপ আমাদের একটা গোটা টুর্নামেন্ট দেখতে হবে যাতে আমরা অংশ নিতে পারবোনা।” এছাড়াও সমস্ত ক্যারাবিয়ান ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিমন্স।
বর্তমানে ৫৯ বছর বয়সী সিমন্সের কোচিংয়ে ২০১৬ টিটোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্টইন্ডিজ। এরপর ২০১৭-১৯ অবধি আফগানিস্তান দলের কোচ ছিলেন সিমন্স কিন্তু ২০১৯ সালে আবার নিজের স্বদেশে ফিরে আসেন তিনি এবং তার দ্বিতীয়বার ফিরে আসার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতানোয় মুখ্য ভূমিকা পালন করেন সিমন্স।
সিমন্স আরো বলেছেন “আমি অবশ্যই বলবো যে অনেক নতুন চ্যালেঞ্জ আমাকে নিতে হয়েছে ওয়েস্টইন্ডিস কোচ হিসেবে এবং সেক্ষেত্রে আমি টিম ম্যানেজমেন্টের থেকে খুব সাপোর্ট পেয়েছি। ওয়েস্টইন্ডিস ক্রিকেটে অনেক দুর্দান্ত লোক আছেন যারা স্বদেশীয় ক্রিকেটের জন্য ভালো করবেন বলেই আমি মনে করি।”