শ্রীলংকার বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচের আগে ধাক্কা অজি শিবিরে।


গত শনিবার টিটোয়েন্টি বিশ্বকাপের এই সংস্করণের প্রথম ম্যাচে বেশ বড়ো পরাজয়ের শিকার হয়েছে অজিরা।
ফলে আজ শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচটি তাদের জন্য হয়ে দাড়িয়েছে ‘মাস্ট উইন’। কিন্তু এই ম্যাচের আগেই বড়ো ধাক্কা খেল অজি শিবির। অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য লেগস্পিনার অ্যাডাম জাম্পা হয়ে পড়লেন করোনা আক্রান্ত। সদ্য ফক্স স্পোর্টসের সূত্রে জানা গিয়েছে যে শ্রীলংকার বিরুদ্ধে এই ম্যাচের আগে জাম্পার খেলা হয়ে পড়েছে বেশ অনিশ্চিত।


আইসিসির নিয়ম অনুযায়ী বর্তমানে করোনা পজিটিভ হলেও ম্যাচ খেলতে পারেন কোনো খেলোয়াড়, তবে তাকে টিমের সঙ্গে টিমবাসে ভ্রমণ করাতে নিষেধাজ্ঞা এনেছে আইসিসি। টিমের সকল সদস্যের সঙ্গে তার কন্ট্যাক্ট রাখতে হবে খুব কম।
সদ্য আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল করোনা পসিটিভ হয়েও খেলেছেন বিশ্বকাপের ম্যাচ। এখন জাম্পাও সেই একই কাজ করতে পারেন কিনা তা জানা যাবে আজ অ্যারন ফিঞ্চ টস করতে যাওয়ার পরে।