হোবার্টে রুদ্ধশ্বাস আফ্রিকান লড়াই, জিতল বৃষ্টি!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বে আফ্রিকার দুই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে মুখোমুখি হয়েছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও উন্মাদনার অভাব ছিল না। যেখানেই ম্যাচ হোক, জিম্বাবোয়ের সমর্থকদের দারুণ উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্রিকেটটাকে উপভোগ করেন। দলকে প্রতিটি ডেলিভারিতে সমর্থন করেন। ম্যাচের ফল যাই হোক। বৃষ্টিবিঘ্নিত ৯ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের লক্ষ্য দেয় জিম্বাবোয়ে।

দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল হলেও লড়াই করার মতোই স্কোর জিম্বাবোয়ের। তেন্ডাই চাতারার প্রথম ওভারেই ২৩ রান তোলেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক। দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই ফের বৃষ্টিতে বন্ধ ম্যাচ। আরও ২ ওভার নষ্ট হয়। ফলে ৭ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৬৪। দু-ওভারেই ৪০ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা স্ট্রাইক পেলেন তৃতীয় ওভারে। তিন ওভার শেষে ফের বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৫১-০। আর অপেক্ষা করার সময় ছিল না। অনবদ্য একটা ম্যাচ শেষ হল, কিন্তু নিষ্ফলাই। দু-দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগিতে জিতল বৃষ্টি।