রাজকীয় প্রত্যাবর্তন।

গত বছরের আই পি এল এ বেগুনি জার্সি গায়ে গোটা সাতেকের বেশি ম্যাচে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রাক্তন দলের প্রতি তীব্র কটাক্ষের আকারে যে প্রকাশিত হতে উন্মুখ সেটা তার অভিব্যক্তিতে সুস্পষ্ট।ক্রিকেটারটির নাম আজিঙ্কা রাহানে। মূলতঃ ধ্রুপদী ঘরাণার ক্রিকেটার হিসেবে ক্রিকেট বিশ্বে তার খ্যাতির সীমাবদ্ধতা। অতীতে রাজস্থান রয়্যালসের হয়ে বিক্ষিপ্তভাবে নিজের জাত ভিন্ন ঘরাণার ক্রিকেটেও চিনিয়েছেন তবে আই পি এল গ্রহে কুলীন সম্প্রদায়ভুক্ত হিসেবে তার বিশেষ প্রসিদ্ধি নেই। এহেন রাহানাকে কে কে আর স্বল্পমূল্যে নিলামে পেয়ে যাওয়ায় তাদের বহুল চর্চিত ভঙ্গুর ব্যাটিং লাইনআপ কিঞ্চিৎ প্রাণশক্তি ফিরে পাবে এমন প্রত্যাশা ছিল।

কিন্তু কে কে আর এ রাহানে কাহিনী তার পূর্বসূরিদের তুলনায় তাৎপর্যপূর্ণ ব্যতিক্রমী যে হতে পারে নি তাতে বিস্ময়ের উপাদান স্বল্প।ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাককালাম,শুভমন গিল — তালিকা প্রকৃতপক্ষে আরও লম্বা।কে কে আর ম্যানেজমেন্ট এর ধারাবাহিক অপরিণামদর্শী বঞ্চনার শিকার হয়ে অন্য কুলে তরী ভিড়িয়ে যারা অতীতে ফুল ফুটিয়েছেন‌ এবং কেউ কেউ এখন‌ও ফুল ফোটাচ্ছেন। রাহানে সেই তালিকায় সর্বশেষ সংযোজন এবং তার চেয়েও বড় কথা সবচেয়ে বেশি লাঞ্ছিত তথা অবহেলিত। রবিবাসরীয় ইডেনে ব্যাটের মাঝখান দিয়ে মারা ছক্কাগুলো যখন অবলীলায় গ্যালারিতে উড়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন শটগুলোর প্রকৃত অদৃশ্য লক্ষ্যবস্তু অন্য কেউ।বেঙ্কি মাইসোররা আজ গ্যালারিতে বসে গতবছরের কৃতকর্মের জন্য আফশোষ করলেন কিনা জানা না গেলেও ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক বুঝিয়ে দিলেন প্রাক্তন দলের অবিচারের জবাব আজ ব্যাটেই দিতে পেরেছেন। চলতি আই পি এল এ যে এখনও পর্যন্ত স্বপ্নের ছন্দে আছেন সেটা পরিসংখ্যান থেকেই পরিস্কার। মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ২৭ বলে ৬১, রাজস্থান রয়্যালস ম্যাচে ১৯ বলে ৩১,২০ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস প্রতিপক্ষ যখন আর সি বি। গতকাল ইডেনে স্বভাববিরুদ্ধ বিধ্বংসী মেজাজে ২৯ বলে ৭১ সম্ভবতঃ আই পি এল কেরিয়ারের অন্যতম সেরা এবং রাহানে নির্দ্বিধায় জানাচ্ছেন এই অত্যাশ্চর্য রূপান্তরের নেপথ্য রসায়ন নিজের প্রতি বিশ্বাস,সি এস কে টিম ম্যানেজমেন্ট এর তার প্রতি আস্থা এবং অবশ্যই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাহচর্য।বেঙ্কি মাইসোররা শুনছেন কি?