চলতি আই পি এল এ দূরন্ত পারফরম্যান্স এর সুবাদে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়কের জাতীয় দলে ফের প্রত্যাবর্তন ঘটল এমনটা মনে করার যুক্তিগ্রাহ্য কারণ নেই।কুড়ি কুড়ির ক্রিকেটের সাফল্য টেস্ট দলে নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত নয়।ঘটনা হল শ্রেয়াস আয়ার চোটের কারণে আপাতত হিসেবের বাইরে। বিলেতে অপারেশন এর পর তার মাঠে ফেরার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হতে বাধ্য। বিশ্বকাপের আগে তার দলে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।শ্রেয়াসের পরিবর্ত হিসেবে আজিঙ্কা রাহানেকে মিডল অর্ডারে ভরসাযোগ্য মুখ বলে মনে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর।
এই অঙ্কে রাহানের জন্য জাতীয় দলের দরজা খুলল বলে মনে করা হচ্ছে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত পনেরো জনের দলে এছাড়া চমক বিশেষ নেই। ওপেনার হিসেবে তিন জনের কথা ভাবা হয়েছে।শুভমন গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুল।এর মধ্যে প্রথম একাদশে প্রথম দুজনের নির্বাচন কার্যত নিশ্চিত। তৃতীয় ব্যক্তি হিসেবে রাহুলের মনোনয়ন অনিশ্চিত।দলে উইকেটরক্ষক হিসেবে স্থান পেয়েছেন শিখর ভরত।দল পরিচালন সমিতি অষ্ট্রেলিয়া সফরের পর এবারও তার ওপর আস্থা দেখালে রাহুলের ভাগ্যে শিকে ছেঁড়ার সুযোগ কম। তিন ও চার নম্বরে পুজারা ও কোহলি অটোমেটিক চয়েস।তিন স্পিনার যথারীতি অশ্বিন, জাদেজা ও অক্ষর পটেল।দলে একমাত্র পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর।জশপ্রীত বুমরা এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন। তাই তিনি এখনও দলের বাইরে।শামি, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ এর সঙ্গে চতুর্থ পেসার হিসেবে জয়দেব উনাদকট এর অন্তর্ভুক্তি কিঞ্চিৎ বিস্ময়কর। অষ্ট্রেলিয়া সিরিজের দলে তিনি থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি।আগামী ৭-১১ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিতব্য টেস্ট বিশ্বকাপের ফাইনালে রোহিতদের প্রতিপক্ষ ক্যাঙারু বাহিনী।দু বছর আগের রানার্স ভারতীয় দল এবার ট্রফি খরা ঘোচাতে পারবে কিনা সেদিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট মহল।
পুরো দল:-
রোহিত শর্মা ( অধিনায়ক),শুভমন গিল,কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে,রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন,শ্রীকর ভরত ( উইকেটরক্ষক),শার্দুল ঠাকুর,অক্ষর পটেল, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকট ।