যত কান্ড আমেদাবাদে

পাশাপাশি দুটো উইকেট। দুটোতেই সবুজের আস্তরণ। একটিতে ঘাসের আধিক্য তুলনামূলকভাবে বেশি,অন্যটিতে অল্পস্বল্প সবুজাভ আভা এখনও দেখা যাচ্ছে। আগামীকাল রোহিত শর্মা বনাম স্টিভ স্মিথদের মহারণে শেষ পর্যন্ত কোনটি ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর বিচারে আদর্শ যুদ্ধক্ষেত্র হিসেবে নির্বাচিত হবে তার উত্তর এখনও পর্যন্ত অজানা। রাহুল দ্রাবিড়দের মারফত কোন স্পষ্ট নির্দেশ না আসায় গুজরাট ক্রিকেট সংস্থা সম্ভাব্য বিকল্প ব্যাবস্থা হিসেবে জোড়া উইকেটের বন্দোবস্ত করে রেখেছে।ইন্দোরের পিচ কেলেঙ্কারির পর মোদীর রাজ্যের ক্রিকেট সংস্থা বদনামের ভাগীদার হতে রাজী নয়।

পুনরায় শাস্তিযোগ্য খারাপ পিচ তৈরির অপরাধজনিত অনিবার্য অবাঞ্ছিত বিতর্ক এড়িয়ে যাওয়ার প্রয়াসকে অগ্রাধিকার দিয়ে তারা চাইছে টিম ম্যানেজমেন্ট তাদের পছন্দমত পিচ বেছে নিক।যদি অল্প ঘাস থাকা বাইশ গজকে রাহুল দ্রাবিড় ব্রিগেড পছন্দ করে সেক্ষেত্রে পিচের ঘাস ছেঁটে ফেলা হয়ত খুব সমস্যাবহুল হবে না। অঙ্কের বিচারে এই সম্ভাবনাকেই বেশী বাস্তবসম্মত বলে মনে হচ্ছে কেননা দ্বিতীয় পিচে সবুজের প্রাচুর্য বেশী থাকায় সেই উইকেট নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে।বুমরা বিহীন ভারতীয় পেস আক্রমণ খুব হীনবল না হলেও বিপক্ষে মিচেল স্টার্ক নামক তারকার কথা মাথায় রেখে সবুজ উইকেটে খেলার ভাবনা শেষ বিচারে আত্মদ্রোহীতা তুল্য হতে পারে। সমস্ত জল্পনা কল্পনার অবসান আগামীকাল সকাল নটার আগেই।