আইপিএল এবং মহিলা প্রিমিয়ার লিগে যুগান্তকারী বদল রিভিউ সিস্টেমে।

অনেক সময় দেখা যায় যে ডেথ ওভারের খেলায় একটা ওয়াইড ইয়র্করে ব্যাটার হয়তো ওয়াইডের আশায় ব্যাট ছোঁয়ালেন না, কিন্তু দুই হাত প্রশস্ত করে ওয়াইড দিলেন না আম্পায়ার এবং উপরন্তু নষ্ট হলো একটি বল। আবার এমনও হয় যে একটি হাই ফুলটস বল ফ্রি-হিটের মতো করে চালিয়ে ক্যাচ দিয়েছেন ব্যাটার এবং অবশ্যই তা নো-বল আশা করে। কিন্তু ফিল্ডার ক্যাচ ধরার পরে ব্যাটার দেখলেন তাঁকে আউট দেওয়া হয়েছে।


এইবার এই অনফিল্ড সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করতে পারবেন খেলোয়াড়রা। আগে শুধুমাত্র আউটের ক্ষেত্রেই অনফিল্ড সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারতেন খেলোয়াড়রা এবং এবার সেই নিয়মে শিথিলতা এনেছে বোর্ড। এই রিভিউগুলি দুটি রিভিউয়ের মধ্যেই ধরা হবে।
আগামীকাল সাইকা ইসহাকের একটি ওয়াইড বল রিভিউ করে সিদ্ধান্ত বদল করেন মুম্বাই অধিনায়িকা। আজ মেগান শুটের একটি ফুলটস বল পুল করে চার মারার পরে যখন তা নো-বল দেওয়া হয়নি, সেটির রিভিউ নেন জেমি। কিন্তু তা নো বল হয়নি।
গতবছর রোভমান পাওয়েল ওবেদ ম্যাকোয়ের একটি উঁচু ফুলটস পুল করে ছয় মারেন কিন্তু সেটি নো বল না দেওয়ায় অধিনায়ক ঋষভ পন্থ কোচ প্রবীণ আমরেকে পাঠান আম্পায়ারদের সাথে কথা বলতে।
চলতি বছর থেকে হয়তো সেই সিদ্ধান্তগুলি অনেক ভালোভাবে সমাধান করা যাবে।