বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার এই ম্যাচে শুরুতে বল হাতে সাফল্য থাকলেও সেই ধারা ধরে রাখতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়ে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে না পারায় ম্যাচ হারের একমাত্র কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রাখেই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিব বাহিনী।

স্কোরবোর্ডে ২৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। মুজিব-রশিদদের স্পিন জুজুতে ভীত হয়ে এক সময় খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান মোসাদ্দেক হোসেন সৈকত। মাহেদি হাসানের সাথে জুটি গড়ে দলের রান শতরানের কোটা পার করে বাংলাদেশ।

দলের বড় রান করতে না পারার কারণ হিসেবেই এই ব্যাটিং ব্যর্থতাকেই কারণ দেখিয়েছেন সাকিব। বলেন, “শুরুর ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলা বেশ হতাশাজনক। মোসাদ্দেকের মতো অন্যদের অবদান রাখা উচিত ছিল।”

১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা ভীত ছিল আফগানিস্তান। ১৫ ওভার পর্যন্ত ম্যাচ ঝুলে ছিল বাংলাদেশের পক্ষে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুরের রহমানের ওভারেই ঘুরে যায় খেলার মোড়। ওই দুই ওভারে নাজিবুল্লাহ জাদরানের ব্যাটিংয়ে ট্র্যাকে ফেরে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৭ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ।

আফগানদের জয়ে নাজিবুল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মত সাকিবের। বলেন, “নাজিবুল্লাহ মারাত্মক ব্যাটার। আফগানিস্তানের জয়ের জন্য ওর ভূমিকাটা দারুণ ছিল।”

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচে ‘স্বাগতিক’ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছিল মহম্মদ নবীর দল।