শহরে দিল্লী ক্যাপিটালসের অ্যাকাডেমি


আইপিএলের আটটি দলের অন্যতম দল দিল্লী ক্যাপিটালস। দিল্লী ক্যাপিটালস বিভিন্ন জায়গায় নিজেদের অ্যাকাডেমি করলেও পূর্ব ভারতে আসেনি এর আগে। কিন্তু এবার পূর্ব ভারতেও তাদের শাখা বিস্তৃত করলো তারা।

শহরে দিল্লী ক্যাপিটালসের অ্যাকাডেমি হতে চলেছে বারাসাতের আদিত্য স্কুল অফ স্পোর্টসের মাঠে। গতকাল প্রেস ক্লাবে হওয়া প্রেস কনফারেন্সে আপাতত সেটাই ঘোষণা করা হয়েছে। গতকালের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লী ক্যাপিটালসের সিইও ধীরাজ মালহোত্র, দিল্লী ক্যাপিটালসের ট্যালেন্ট রিসার্চ হেড, প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সাবা করিম, দিল্লী ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে, আদিত্য স্কুল অফ স্পোর্টসের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য, ভাইস চেয়ারম্যান অঙ্কিত আদিত্য এবং আদিত্য স্কুল অফ স্পোর্টসের ট্যালেন্ট রিসার্চ হেড আব্দুল মোনায়েম। চলতি নভেম্বর মাসে অনুর্ধ-১৬ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ট্রায়াল নেওয়ার ব্যবস্থা করা হবে এবং নির্বাচিতদের দিল্লী ক্যাপিটালসের পক্ষ থেকে একটি স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হবে।
দিল্লী ক্যাপিটালসের সিইও ধীরাজ মালহোত্র বলেছেন “আমরা দেশের একটি নতুন অংশে আমাদের অ্যাকাডেমিকে আনতে পেরে খুবই আনন্দিত। আমাদের কোচরাও নতুন প্রতিভাদের দিকে নজর দেওয়ার সুযোগ পাবেন।”


প্রাক্তন ভারতীয় উইকেটকিপার এবং দিল্লী ক্যাপিটালসের ট্যালেন্ট রিসার্চ হেড সাবা করিম মনে করেন বাংলার হয়ে এতো বছর ক্রিকেট খেলার পরে এটা তার কাছে একটা বিশেষ ব্যাপার। আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য বলেছেন “পশ্চিমবঙ্গে একটা ক্রিকেট অ্যাকাডেমি তৈরী করা আমাদের একটা বড়ো স্বপ্ন ছিল এবং আজকেhর মৌ চুক্তি স্বাক্ষর হওয়ার সাথে এটা সম্পূর্ণ হলো। এই অ্যাকাডেমি সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরী করবে বলেই আমি মনে করি।”
প্রসঙ্গত এই অ্যাকাডেমির সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যুক্ত হয়েছেন ময়দানের অভিজ্ঞ ক্রিকেটার জয়জিৎ বসু।