এই বিপর্যয়ের ময়নাতদন্ত কি হবে?

কী ভেবেছিলেন, একেবারে স্টেজেই মেকআপ দিয়ে দেবেন? হয়ে যাবে বাজিমাত? ব্যাপারটা কি অতই সস্তা? টেস্টের বিশ্বকাপ ফাইনাল। ভারতীয় ক্রিকেটাররা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে নেমে পড়লেন ঢালহীন, তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো! প্রায় কোনও প্রস্তুতি ছাড়াই যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা যায় দেখিয়ে দিল ভারত। নিট ফল? শূন্য। বিগ জিরো। স্বপ্ন পূরণ তো হলই না, উল্টে লজ্জার হারে মুখ পুড়ল ভারতীয় ক্রিকেটের। আইসিসি ট্রফির খরা কিছুতেই কাটছে না ভারতের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবার পৌঁছে আবার হার। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির এই ব্যর্থতার কাটাছেঁড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়া বেশ কড়া। চোখা চোখা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তাঁরা।
দেড় দু মাস ধরে আইপিএলে বুঁদ থাকার পর মাত্র কয়েক দিন পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামা কি এতই সহজ? এতদিন নিজেদের নিংড়ে দেওয়ার পর সেই ক্লান্তি না কাটিয়েই কী করে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারবেন? এখন রোহিতের কাঁদুনি গেয়ে কী লাভ? লজ্জার হারের পর তিনি প্রশ্ন তুলছেন কেন আইপিএলের পরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেওয়া হল। তাহলে বিসিসিআই কী করছিল? তারা কেন আইসিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেনি?
ওভালে ফাইনালের প্রথম দিন থেকেই নেতিবাচক মানসিকতা দেখিয়েছে ভারত। টস জিতে সবুজ উইকেটে প্রথমে ব্যাট করার সাহস দেখাতে পারল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট? মেঘলা আবহাওয়ায় প্রথম এক ঘণ্টা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মোকাবিলা করার ক্ষমতা নেই তাবড় ভারতীয় ব্যাটারদের? অথচ ভারতীয় বোলাররা সেই কন্ডিশনের সুবিধে নিতে চরম ব্যর্থ। প্রথম থেকেই টপ গিয়ারে চলে গেল অস্ট্রেলিয়া। খেলা শেষের পর সৌরভ গাঙ্গুলি পর্যন্ত প্রশ্ন করলেন কোচ রাহুল দ্রাবিড়কে, কী ভেবে তোমরা টস জিতে ফিল্ডিং করলে?
গোটা আইপিএলে ছন্দ ছিল না, ফিটনেসের সমস্যা ছিল উমেশ যাদবের। তিনি প্রথম একাদশে? অথচ রবিচন্দ্রন অশ্বিন বাদ? বিশ্বের এক নম্বর স্পিনারকে বসিয়ে রাখার স্পর্ধা দেখানো যায়? শচীন তেন্ডুলকার টুইট করে বলেছেন অশ্বিনকে কেন বাদ দেওয়া হল তার ব্যাখ্যা তিনি পাচ্ছেন না। বিরক্ত সুনীল গাভাসকার। তাঁর আক্রমণ, বিরাটরা খেলেন ব্যক্তিগত মাইলস্টোনের জন্য।
এই বিপর্যয়ের কি সত্যিই কোনও ময়নাতদন্ত হবে? জানা নেই। দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমরাই আবার উল্লাসে ফেটে পড়ব। বিসিসিআই হয়ত তারই অপেক্ষায়।