মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাক মহারণের প্রাক্কালে ভারতীয় শিবিরের পক্ষে যুগপৎ সুসংবাদ এবং দুঃসংবাদ। অধিনায়ক হরমনপ্রীত সম্পূর্ণ সুস্থ এবং তিনি খেলবেন এটা যদি স্বস্তির খবর হয় তবে উদ্বেগজনক হল দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ স্মৃতি মান্ধানার চোট।যদিও স্মৃতির সাম্প্রতিক ফর্ম খুব আশাব্যঞ্জক নয় তবুও তার অভিজ্ঞতা বড় প্রতিযোগিতায় ভরসাযোগ্য।
স্বাভাবিকভাবেই স্মৃতির অনুপস্থিতিতে অধিনায়ককে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি মহিলাদের অনুর্দ্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছোটদের সাফল্য বড়দের কাপ জয়ের ক্ষেত্রে কতটা অনুপ্রাণিত করে সেটাই এখন লক্ষ্যনীয় বিষয়। পরিসংখ্যান বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের সাফল্যের হার ঈর্ষণীয়। এখনও পর্যন্ত হরমনপ্রীতরা ১০ টি টোয়েন্টি ম্যাচের সাতটিতেই পাক বাহিনীকে পর্যদূস্ত করেছেন।কাজেই মুখোমুখি লড়াইয়ে জয় পরাজয়ের সংখ্যাতত্ত্বের নিরিখে ভারতীয় শিবির আজকের ম্যাচে ভাল পারফরমেন্সের ব্যাপারে আশাবাদী যদিও এই ফর্ম্যাটে অতীত ইতিহাস এর তেমন একটা গুরুত্ব নেই বললেই চলে।দুই দলের পারস্পরিক শক্তির তুলনামূলক বিচার করলে ভারতীয় দল নিঃসন্দেহে এগিয়ে। সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন না হতে পারলেও ভারতের প্রদর্শন রীতিমতো নজরকাড়া। সেখানে পাক দল কতিপয় খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল।স্পিন বোলিং বিভাগ তাদের প্রধান অস্ত্র এবং পাক অধিনায়ক মিসবা স্পিন অস্ত্রেই বিপক্ষকে ঘায়েল করার ব্যাপারে আশাবাদী।