মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পরলেন বিরাট কোহলি। পিটিআইকে দেওয়া খবর অনুযায়ী ভারতীয় বোর্ডের এক মুখপাত্র এমনই জানিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী রবিবারের টি২০ ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পান বিরাট। তবে ফিল্ডিং নাকি ব্যাটিং করার সময় এই চোট পেয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনকি বিরাট টিমের সঙ্গে নটিংহ্যাম থেকে লন্ডন আসেননি বলেই সূত্রের খবর।
ফর্মে না থাক বিরাটের কাছে এটা যে আর একটা নতুন ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতীয় শিবির আশাবাদী যে কাল বিরাট খেলতে না পারলেও সিরিজের পরের দুটি ম্যাচ খেলতে পারবেন।