চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজের শেষ দুটি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটীয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর সূত্র অনুযায়ী দুই দলের খেলোয়াড়রাই এখনও পর্যন্ত ইউএসএ-র ভিসা পাননি।
প্রসঙ্গত সূচি অনুযায়ী সিরিজের শেষ দুটি ম্যাচ ফ্লোরিডায় আগস্ট মাসের ৬ এবং ৭ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সমস্যা তৈরি হয়েছে খেলোয়াড়রা এখনও ভিসা না পাওয়ায়। খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সমাধান সূত্র হিসেবে ওয়েস্ট ইন্ডিজেই শেষ দুটো ম্যাচ অনুষ্ঠিত করার কথা ভাবছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
ফলে পুরো ব্যাপারটা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বলে খবরে প্রকাশ। আর এই পরিস্থিতির মধ্যেই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল।