লক্ষ্মী কোচ, রামন ব্যাটিং পরামর্শদাতা

সোমবার সিএবি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী মরসুমে বাংলার কোচ হতে চলেছেন প্রাক্তন খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। একই সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে আসতে চলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ডব্লিউ ভি রামন।

এই মাসের শুরুর দিকে বাংলার প্রাক্তন কোচ অরুণলাল পদত্যাগ করার পরেই নতুন কোচ বাছাইয়ের প্রয়োজন হয়ে পড়ে। সেই তালিকায় বেশ কিছু বড় নাম থাকলেও শেষ পর্যন্ত সিএবি 

লক্ষ্মীর উপরেই আস্থা রাখলো। বর্তমান বাংলা দলের অনেকেই আছেন যাঁরা শুক্লার সহ খেলোয়াড় ছিলেন। এছাড়া বয়স ভিত্তিক বাংলা দলের কোচিং করানোর ফলে বাংলার খেলোয়াড়দের সঙ্গে একটা সম্পর্ক বা ধারণা তৈরি হয়ে আছে বলেই ময়দানের একাংশ মনে করছে, যেটা কাজ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।

একই সঙ্গে এর আগে বাংলার কোচ হিসেবে কাজ করে যাওয়া ডব্লিউ ভি রামনকে বেছে নেওয়া হচ্ছে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী অন্যান্য কর্মব্যস্ততার কারনে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে সবসময় হয়তো কলকাতায় থেকে কাজ করতে পারবেন না রামন।

সম্ভবত মঙ্গলবারই সিএবির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হবে। অর্থাৎ বাংলা দল নতুন কোচের অধীনেই এবারে প্রাক মরসুম প্রস্তুতির জন্য ঘোষিত নামিবিয়া সফরে যাবে।