অধিনায়ক জাদেজা সম্পর্কে কী বললেন রবি শাস্ত্রী

মাত্র দুই মাস আগে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় হলুদ ব্রিগেডের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু রবীন্দ্র জাদেজা অধিনায়ক থাকাকালীন আটটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে চেন্নাই সুপার কিংস দল।
সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও হেড কোচ রবি শাস্ত্রী। জাদেজার অধিনায়কত্ব প্রসঙ্গে শাস্ত্রী উপমাস্বরূপ বললেন ‘জল থেকে সরিয়ে আনা মাছ’ এর মতো হয়েছে জাদেজার পরিস্থিতি।


সদ্য একটি ওয়েবসাইটকে দেওয়া ইন্টারভিউতে শাস্ত্রী বলেন “ও (জাদেজা) স্বভাবসিদ্ধভাবে অধিনায়ক নয়। কোনো স্তরেই ও অধিনায়কত্ব করেনি এবং ওকে এই দায়িত্ব দেওয়া একেবারেই সঠিক হয়নি।” শাস্ত্রী আরো বলেছেন “জাদেজাকে এই পরিস্থিতিতে বিচার করা হবে হয়তো, কিন্তু আমার মতে এটা একেবারেই ঠিক নয়। ওকে জল থেকে সরিয়ে আনা মাছের মতো মনে হয়েছে এবং ওর সম্পূর্ণ নিজের স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনা হয়েছে। জাদেজা প্লেয়ার হিসেবেই ভালো কারণ ও অন্যতম সেরা অলরাউন্ডার।”
জাদেজা সপ্তম ম্যাচে অধিনায়কত্ব করে ছেড়ে দেওয়ার পরে অধিনায়কত্ব নেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি আসার পর চারটি ম্যাচের দুটিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের রাস্তায় টিঁকে থাকতে এখনও তাদের জিততে হবে ৩টি ম্যাচ। যদি জাদেজাকে অধিনায়কত্ব না দিয়ে অধিনায়ক থাকতেন মহেন্দ্র সিং ধোনি নিজেই তবে হয়তো প্লে-অফ দৌড়ে এখনও ভালোভাবেই থাকতো চেন্নাই।
এদিকে অধিনায়ক থাকাকালীন জাদেজার পারফরমেন্সও পড়েছে সমানতালে। ১০টি ম্যাচে ১১৮ স্ট্রাইক রেটে ১১৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা এবং উইকেট নিয়েছেন ৫টি এবং ইকোনমি ৭.৫১। একসময় শুধুমাত্র পেসের বিরুদ্ধে যাঁর স্ট্রাইক রেট ছিলো ১৯১ তাঁর এই পারফরমেন্সগত অধঃপতন বেশ বেমানান।
রবি শাস্ত্রী মনে করেন পরবর্তী নিলামে চেন্নাই দলের উচিৎ নতুন অধিনায়কের সন্ধানে যাওয়া। কারণ দলে থাকা ধোনি বাদে কোনো খেলোয়াড়ই অধিনায়কত্ব সামলানোর মতো নন। শাস্ত্রী বলেছেন “অধিনায়কত্ব সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাচ রিড করার ক্ষমতা থাকতে হয়, খেলোয়াড় ম্যানেজমেন্ট দক্ষতা থাকতে হয় এবং সর্বোপরি কমিউনিকেশন স্কিল থাকতে হয় এবং তা শুধু প্লেয়ার নয় বরং মিডিয়াতেও।”
এবার কি চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়কের জন্য ঝাঁপানোর পালা? না ভরা ৪২-এও আগামী বছর হলুদ জার্সিতে টস করতে যাবেন মহেন্দ্র সিং ধোনি? সেটা তো সময় বলবে।