বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে চতুর্থ টেস্টের গুরুত্ব বিবেচনা করে আহমেদাবাদে ভারতীয় দলের প্রথম একাদশে মহম্মদ শামির প্রত্যাবর্তন ঘিরে জল্পনা বাড়ছে।প্রথম দুই টেস্টে খেলার পর ইন্দোরে তৃতীয় টেস্টে শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।শামি ভারতের একদিনের আন্তর্জাতিক স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য।এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতীয় দলের পেস আক্রমণের ভরকেন্দ্র তিনি।তাই শামিকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ভাবনা থেকেই তৃতীয় টেস্টে উমেশ যাদবকে খেলানো হয়েছিল।বল হাতে উমেশের পারফরম্যান্স নজরকাড়া হলেও সেই টেস্ট টিম ইন্ডিয়া হেরে যাওয়ায় সিরিজের চতুর্থ তথা অন্তিম টেস্ট এখন তাদের কাছে মরণ বাঁচন তুল্য।
দুই দল মিলিয়ে এখনও পর্যন্ত বর্তমান সিরিজের সেরা পেসার নিঃসন্দেহে শামি। এখনও পর্যন্ত সাতটা উইকেট পাওয়া এই পেসারকে আহমেদাবাদে বসিয়ে রাখার ঝুঁকি নিতে চাইছে না রাহুল দ্রাবিড়রা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে শামির রিভার্স সুইং যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য শামি আই পি এল এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণে আহমেদাবাদ তার ঘরের মাঠ যদিও গতবছর সেখানে শামির খেলার সুযোগ হয়নি। এমনিতেই সিরিজে ২-১ এগিয়ে থাকা সত্ত্বেও ভারতীয় দল যথেষ্ট চাপে।ইন্দোরে শোচনীয় পরাজয় ছাড়াও যেটা সবচেয়ে উদ্বেগজনক তা হল টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা। অষ্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে তাদের অপ্রত্যাশিত আত্মসমর্পণের কাহিনী ক্রিকেট মহলে প্রবলভাবে সমালোচিত। এমতাবস্থায় শেষ টেস্ট ভারতীয় দলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। উইকেট পেস বা স্পিন সহায়ক যেমনই হোক না কেন দলের পেস বোলিং বিভাগের প্রধান শক্তিকে এহেন মহারণে নিস্ক্রিয় করে রাখতে চাইছে না রোহিত বাহিনী। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে বাংলার পেসারকে প্রথম একাদশে না দেখতে পেলে তাই রীতিমতো আশ্চর্য হতে হবে।