বাংলার প্রতিশ্রুতিমান অলরাউন্ডার শাহবাজ আহমেদ ভারতীয় দলে জায়গা করে নিলেন। ভারতীয় সিনিয়র দলের নির্বাচকরা এদিন সকালে জিম্বাবোয়ে সফরের জন্য আহত ওয়াশিংটন সুন্দরের জায়গায় শাহবাজকে বেছে নেন। রনজি এবং আইপিএলে বল এবং ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেলেন এই ক্রিকেটার।
এর আগে জিম্বাবোয়ে সফরের তিনটে একদিনের ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হলেও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলাকালীন তিনি কাঁধে চোট পাওয়ায় তিনি দল থেকে ছিটকে গেলেন। আগামী ১৮ই আগস্ট হারারে-তে সিরিজের প্রথম ম্যাচ।