রনজি গ্ৰুপ পর্বে এবার বাংলার চারটি ম্যাচ ইডেনে

ভারতীয় বোর্ডের তরফ থেকে আগেই আসন্ন ঘরোয়া সিরিজের দিনক্ষণ এবং গ্ৰুপ বিন্যাস ঘোষণা করা হয়েছিল। তবে এদিন সামনে এলো বিস্তারিত সূচি। আর সেই সূচি অনুযায়ী গ্ৰুপ পর্যায়ে বাংলার চারটি ম্যাচ পড়েছে ইডেন গার্ডেন্সে।

১৩ই ডিসম্বর কলকাতায় উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ এই এবার রনজি অভিযান শুরু করছে বাংলা। এছাড়া হিমাচল প্রদেশ, বরোদা এবং উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচও বাংলার হোম ম্যাচ হতে চলেছে। উত্তরাখন্ড এবং নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জায়গা এখনও নির্ধারিত হয়নি। এবারের ফরম্যাট অনুযায়ী গ্ৰুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে।

অন্যদিকে বাংলার এবারের ঘরোয়া মরসুম শুরু হচ্ছে ১১ই অক্টোবর সৈয়দ মুস্তাক আলী ট্রফির মাধ্যমে। লখনৌ তে এই প্রতিযোগিতায় বাংলাকে গ্ৰুপ পর্যায়ে খেলতে হবে ঝাড়খন্ড, তামিলনাড়ু, সিকিম, উড়িষ্যা, ছত্তিশগড়, চণ্ডীগড়-এর বিরুদ্ধে।

এরপর ১২ই নভেম্বর থেকে রাঁচিতে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। যেখানে বাংলার প্রথমিক প্রতিপক্ষ মুম্বাই, মিজোরাম, পন্ডিচেরী, মহারাষ্ট্র, রেলওয়ে এবং সার্ভিসেস।

এই মুহূর্তে কোচ লক্ষ্মীরতন শুক্লার অধীনে বাংলার প্রাথমিক দল পন্ডিচেরীতে প্রাক মরসুম ট্রেনিং করছে।