৫৫১ রানের ব্যবধানে জয়, রেকর্ড মেয়র্স কাপে।

বর্তমানে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে স্কুল ক্রিকেটের মহড়া। সেখানে অংশগ্রহণ করেছে আদিত্য অ্যাকাডেমি, দিল্লী পাবলিক স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ইন্ডাস ভ্যালি, পাঠ ভবন, সাউথ পয়েন্ট ইত্যাদি প্রায় ২৫টি স্কুল। ইডেন গার্ডেন্স, ইস্ট ক্যালকাটা, সোদপুর স্পোর্টিং, কাশীপুর গ্রাউন্ড এইরকম নানা জায়গায় কচিকাঁচারা নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে নামছে।

আজ সোদপুর ক্লাবের মাঠে আদিত্য অ্যাকাডেমি এবং শ্রী জৈন বিদ্যামন্দিরের ম্যাচে ঘটে গেলো অসাধারণ রেকর্ড। প্রথমে ব্যাট করে অধিনায়ক শরীফ আলির ৭১ বলে ২৪টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে করা ১৭১, রূপক দত্তর ৫৪, সৃঞ্জন পালের ঝোড়ো ৪৩ আদিত্য অ্যাকাডেমিকে নির্ধারিত ৩৭ ওভার শেষে ৫৭৫ রানে পৌঁছে দেয়। ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দুই বোলার আয়ুষ সহায় এবং সৌরভ পোদ্দার যথাক্রমে ৬টি ও ৩টি করে উইকেট নিলে ১২.৩ ওভারে ২৪ রানে লুটিয়ে পড়ে শ্রী জৈন বিদ্যালয়। মেয়র্স কাপে ৫৫১ রানের ব্যবধানে এতো বড়ো জয় সাম্প্রতিক কালে বেশ বিরল।

এছাড়া অন্য ম্যাচে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (৩৬৬-৫) ২৮২ রানে হারিয়েছে ডন বস্কোকে (৮৪)। দিল্লি পাবলিক স্কুল (২৫২-৭) ২ উইকেটে হেরেছে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের কাছে (২৫৮-৮)। বিডিএম ইন্টারন্যাশনাল (২৭৮-৮) ২ উইকেটে হারিয়েছে তীর্থপতি ইনস্টিটিউশনকে (২৭৭-৬)। গতবারের চ্যাম্পিয়ন নব নালন্দা (৩৩৭-৩) দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলকে (২৩৩-৯) ১০৪ রানে হারিয়েছে। ইন্ডাস ভ্যালি (২৪২-৬) ৪ উইকেটে হেরেছে দিল্লি পাবলিক স্কুলের কাছে (২৪৬-৬)। সেন্ট জনস পাবলিক স্কুল (১৮০) ১০৫ রানে হারিয়েছে সাউথ পয়েন্টকে (৭৫)। পাঠভবন (৩১৩-৮) ৩৫ রানে হারিয়েছে শ্রী শ্রী অ্যাকাডেমিকে (২৭৮)। লা মার্টিনিয়ার (১৭৬) ৬ উইকেটে হেরেছে সুধীর মেমোরিয়ালের কাছে (১৭৯-৪)। হেরিটেজ স্কুল (৩৩৩-৭) এবং বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের (১৭৮-১০) ম্যাচে হেরিটেজ জিতেছে ১৫৫ রানে।

আরো একটি রেকর্ডের কথা বললে অবশ্যই উল্লেখ করতে হয় – এই মেয়র্স কাপে দ্বি-শতক পেয়েছেন সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের সত্যম পাত্র। ২টি ইনিংসে ২টি সেঞ্চুরি করে ২৭৫ রান নিয়ে লিডারবোর্ডের প্রথমে রয়েছেন আদিত্য অ্যাকাডেমির শরীফ আলি। বোলারদের মধ্যে শীর্ষে সেন্ট জনসের রাহুল কুন্ডু (৮ উইকেট)।