বছরের শুরুর দিকে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। রাহুল দ্রাবিড় এবং তার গঠিত কমিটি তাকে একপ্রকার জানিয়ে দেয় যে ভবিষ্যতের ভাবনায় আর নেই ৩৭ বছরের ঋদ্ধিমান।
এই ঘটনার পরেই প্রকাশ্যে ঋদ্ধিমান আনেন তাঁকে দেওয়া এক সঞ্চালকের হোয়াটসঅ্যাপ হুমকির স্ক্রিনশট এবং তিনি এও বলেন যে কানপুর টেস্টে ৬১ করার পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিজে তাকে বলেছিলেন যে তিনি থাকতে ঋদ্ধির কোনো চিন্তা নেই।
এর কিছুদিনের মধ্যেই রনজি ট্রফির গ্রুপ-স্তরের দল ঘোষণা করে সিএবি এবং শোনা যায় ঋদ্ধিকে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নে ঋদ্ধি নিজে না করেন পারিবারিক প্রতিকূলতার কারণে। ওই একই সময় সিএবির এক কর্তা বাংলার হয়ে খেলার ক্ষেত্রে ঋদ্ধির দায়বব্ধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এরপরে মিডিয়ায় তীব্র আলোড়ন ওঠে এবং ঋদ্ধির পাশে দাঁড়ান তার স্ত্রী রোমি মিত্র থেকে শুরু করে অনেকেই। এই অবস্থায় গতকাল বাংলার দল নির্বাচনের পর দেখা যায় ঋদ্ধিমান সাহার নাম হয়েছে নথিভুক্ত হয়েছে নক-আউটের জন্য।
এমন অশান্তি নিয়ে ঋদ্ধি কি রনজি নক-আউটে খেলবেন? ইডেনে রটে গিয়েছে যে ঋদ্ধি নাকি সিএবির কাছ থেকে ‘নো অবজেকশান’ (এনওসি) চেয়েছেন অন্য রাজ্যের হয়ে খেলার জন্য (প্রশ্ন একটাই, এনওসি চাইলেন যিনি, তাকে বাংলা দলে রাখা হল?) ওই সিএবি কর্তা প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলে অবশ্য ব্যাপারটা অন্য দিকে মোড় নেবে। আগামী ২০শে মে কলকাতায় আসছে গুজরাট টাইটান্স এবং আইপিএলের পরে ঋদ্ধি কথা বলবেন সিএবিতে বলে শোনা যাচ্ছে। সেখানে ওই কর্তার ব্যাপারে আলোচনা করবেন নাকি অন্য রাজ্যের হয়ে খেলার ব্যাপারে আলোচনা করবেন সেটার উত্তর সময়ই দেবে।