পিতৃত্বকালীন ছুটিতে নিউজিল্যান্ড ফিরছেন উইলিয়ামসন

সদ্য পিতা হয়েছেন কিউই অধিনায়ক এবং সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই কারণেই গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পরে নিউজিল্যান্ড অভিমুখে যাত্রা করেছেন উইলিয়ামসন।


খবর অনুযায়ী, এই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের শেষ ম্যাচ আসন্ন রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এবং সেই ম্যাচে খেলতে পারবেন না উইলিয়ামসন। তবে সানরাইজার্স প্লে-অফে কোয়ালিফাই করলে প্লে-অফ খেলার জন্যে ভারতে ফিরবেন কেন। যদি তা না হয়, তবে কিউই দেশ থেকেই একেবারে ইংল্যান্ডের উড়ান ধরবেন টেস্ট সিরিজ খেলার জন্য।
এই আইপিএল একদমই ভালো যায়নি তাঁর। ১৩টি ম্যাচ থেকে মাত্র ২১৬ রান সংগ্রহ করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ছিলো মাত্র ৯৩। ওপেনিং পজিশনে সম্পূর্ণ মরশুম ব্যাট করে একটি হাফ-সেঞ্চুরি বাদ দিয়ে আর কিছুই সেইভাবে করে উঠতে পারেননি কেন।
কেন উইলিয়ামসন অব্যহতি নেওয়ায় গ্লেন ফিলিপ্সকে তাঁর পরিবর্ত হিসাবে ধরা হচ্ছে বলেই সূত্রের খবর।