চলতি টিটোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট করার সময়ে পিঠের চোটের কারণে প্রথম ওভারের পরে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও এদিন নেটে ব্যাটিং প্র্যাকটিস করলেন সুস্থ রোহিত শর্মা। স্বাভাবিক ভাবেই সমর্থকদের মধ্যে রোহিতকে নিয়ে তৈরি হওয়া দুশ্চিন্তার মেঘ কেটে গেল। দুই দলে ভাগ হয়ে ফ্লোরিডা পৌঁছনোর পরে শুক্রবার নেট প্র্যাকটিস করে ভারতীয় দল।
এর আগে ভিসা সমস্যায় সিরিজের শেষ দুই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত গায়ানা সরকারের সক্রিয়তায় সমস্ত ভারতীয় খেলোয়াড়ই সঠিক সময়ে ভিসা পেযে যান। যদিও তারপরেও পাসপোর্ট সঠিক সময়ে এসে না পৌঁছনয় ভারতীয় দল দুই ভাগে ভাগ হয়ে ফ্লোরিডা পৌঁছয়। বুধবার জাদেজা, অশ্বিন, কুলদীপরা চলে আসেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দ্রাবিড়-রোহিত সহ বাকি খেলোয়াড়রা পৌঁছন।