বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ প্ৰথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠলো ভারতীয় দল।
এদিন টসে জিতে ব্যাট নেওয়ার পরে স্মৃতি মান্ধানা (৩২ বলে ৬১) এবং জেমাইমা রদ্রিগেজের (৩১ বলে ৪৪) দাপটে ১৬৪ রান তোলে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও মূলত দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রাকারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানে শেষ হয় ইংল্যান্ড ইনিংস।
বার্বাডোজ ম্যাচের ওর আজও তিন নম্বরে নেমে কার্যকরী ইনিংস খেলেন জেমাইমা। যদিও শুরু থেকেই ইংল্যান্ড বোলারদের আজ শাসন করছিলেন স্মৃতি। ব্যাট হাতে শুধু ৬১ নয়, ইংল্যান্ড ইনিংসের উনিশতম ওভারে ইংলিশ অধিনায়িকাকে রান আউটও করেন তিনি। ইংল্যান্ড যাওয়ার আগে এক সাক্ষাৎকারে স্মৃতি বলেছিলেন সোনা জিতে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শোনা এবং জাতীয় পতাকাকে উপরে উঠতে দেখাই তাঁদের লক্ষ্য। আর ভারতীয় দল এখন সেই মুহূর্ত থেকে মাত্র একটা জয় দূরে দাঁড়িয়ে।
প্রসঙ্গত এই মুহূর্তে ৯টি সোনা সহ ২৮টি পদক পেয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ভারত।