অনেকেই বলছেন আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কার নায়ক ব্রাত্য থেকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় টি২০ দলে। শেষ আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করা (স্ট্রাইক রেট ১৪৯.৫৩) রিঙ্কু সিংকে কেন দলে জায়গা দিলেন না নির্বাচন কমিটির নতুন প্রধান অজিত আগরকার এবং তাঁর সঙ্গীরা, তা নিয়ে ইতিউতি আলোচনা হচ্ছে। আসলে গত আইপিএলে বেশ কয়েকটা অনবদ্য ইনিংসে নজর কেড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ব্যাটার। রিঙ্কুকে নিয়ে তৈরি হয়েছে প্রত্যাশা। রবি শাস্ত্রীর মতো অনেক প্রাক্তনই মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজগামী ভারতের টি২০ দলে সুযোগ দেওয়া হবে রিঙ্কুকে। অবশ্য শুধু রিঙ্কু কেন, তালিকায় নাম ছিল যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, জিতেশ শর্মাদেরও। শিকে ছিঁড়েছে যশস্বী, তিলকের। প্রশ্ন উঠেছে, তিলক যদি সুযোগ পেতে পারেন, তাহলে রিঙ্কু নয় কেন।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, রিঙ্কু এবং তিলকের মধ্যে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত বেশ কঠিনই ছিল জাতীয় নির্বাচকদের কাছে। গত মরশুমে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নজরকাড়া পারফরমেন্স ছিল রিঙ্কু এবং তিলকের। যেহেতু ফিনিশারের ভূমিকায় অক্ষর প্যাটেল এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া আছেন, তাই প্রথম চারে রান করার দক্ষতার কথা ভেবেই তিলকে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে রিঙ্কুর নাম নির্বাচকরা বিবেচনা করছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য। আয়ারল্যান্ডের মাটিতে আগস্টের ১৮, ২০ এবং ২৩ তারিখে তিনটি টি২০ ম্যাচ খেলবে হার্দিক ব্রিগেড। চীনে অনুষ্ঠেয় আগামী এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠাবে বিসিসিআই। কারণ তখন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি নেবেন রোহিতরা। বোর্ড সূত্রের খবর, এশিয়াডে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সেই দলেও রিঙ্কুর অন্তর্ভূক্তির যথেষ্ট সম্ভাবনা আছে।
প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি২০ দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নেতৃত্বে নজর কাড়ছেন হার্দিক। গুজরাট টাইটান্সকে প্রথমবার চ্যাম্পিয়ন করেছেন। পরের বার রানার্স। জাতীয় টি২০ দলে নেতৃত্বের প্রশ্নে হার্দিক ছাড়া অন্য কোনও নাম নিয়ে আলোচনার কোনও দরকারই নেই, মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁদের মতে, অন্তত টি২০–তে হার্দিকের হাতেই ভারতীয় দলের ভবিষ্যৎ সুরক্ষিত। ওয়েস্ট ইন্ডিজে টি২০ সিরিজের দলে বাইরে রাখা হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়রকে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিরাট–রোহিতকে বাদ দিয়েই টি২০ দলের পুনর্গঠন শুরু হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। আগামী বছর টি২০ বিশ্বকাপ। সেকথা মাথায় রেখেই হার্দিকের নেতৃত্বে দলকে ঢেলে সাজাতে চাইছেন বোর্ড কর্তারা।