পার্থে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং।
সূত্রের খবর অনুযায়ী এদিন চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দেওয়ার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করলে লাঞ্চের সময়ে তাঁকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক খবর অনুযায়ী হৃদরোগের সমস্যা বলেই মনে করা হচ্ছে।