পার্থে সকালেই পঞ্চম বলেই সবচেয়ে মধুর মুহূর্তটির জন্ম হলো। তিনি মনে করালেন তার বাবাকে। হ্যাঁ বলছিলাম ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার চন্দ্রপলের ছেলের কথা।
জস হ্যাজলউডের গুড লেংথের বলটি থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে পাঠালেন তেজনারায়ণ চন্দ্রপল এই চারে পূর্ণ হয় তেজনারায়রণের প্রথম পঞ্চাশ, সঙ্গে ফিরে আসে বাবা শিবনারায়ণ চন্দ্রপলের স্মৃতি।
১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট ইনিংসে পঞ্চাশ করেছিলেন শিবনারায়ণ চন্দ্রপলও ব্রিসবেনের সেই ম্যাচে ২৩০ বলে ৮২ রান করেন তিনি। এবার অস্ট্রেলিয়ায় নিজের অভিষেক ম্যাচে ছেলে তেজনারায়ণের পঞ্চাশ ৭৮ বলে।
আরেকটি বড় মিল, লম্বা সময় ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে যাওয়া। গাব্বায় বাবা ব্যাটিংয়ে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ৫ সেশন ব্যাটিংয়ের পর, ওয়েস্ট ইন্ডিজ তখন অস্ট্রেলিয়ার ৪৭৯ রানের পাহাড়ে চাপাপড়া। তেজনারায়ণও নামলেন অস্ট্রেলিয়ার ৫ সেশন ব্যাটিংয়ের পর, মাথার ওপর ৫৯৮ রানের বোঝা নিয়ে।
তেজনারায়ণের স্মৃতিকাতরতার ম্যাচটিতে অবশ্য তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ভাল জায়গায় নেই। অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ৫৯৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়ে গেছে। তেজনারায়ণের ৫১ রানের পর ক্রেগ ব্রাফেটের ৬৪ রানই দলীয় সর্বোচ্চ।
প্রথম ইনিংসে ৩১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। দিনের শেষ ১১ ওভার ব্যাটিং করে উসমান খাজাকে হারিয়ে ১ উইকেটে ২৯ রান তুলেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে এখন ৩৪৪ রানে।