আজ ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

আজ বিশ্বকাপে ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের আবহাওয়া কেমন থাকবে?অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর তথ্যমতে, আজ বুধবার, অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অ্যাডিলেডের পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
মঙ্গলবারও (১ নভেম্বর) অ্যাডিলেডের আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তবে একটু আশার কথা হচ্ছে, গত দুদিনের তুলনায় বুধবার বৃষ্টির সম্ভাবনা একটু কমতে পারে।
ভারতীয় সময় দুপুর ১.৩০ মি, শুরু হবে ম্যাচটি।

এ ছাড়া আবহাওয়ার পূর্ভাবাস দেয়া অন্যান্য ওয়েবসাইটও একই রকম তথ্য দিচ্ছে।
সুতরাং বৈরী আবহাওয়ায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আছে।

ম্যাচটি না হলে সেমির লড়াই কঠিন হয়ে যাবে দুদলের জন্যই। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। সে ক্ষেত্রে দুই দলেরই সমান পাঁচ পয়েন্ট হবে। তবে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। এতে শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারাতে পারলেই সেমিতে চলে যেতে পারবেন রোহিত শর্মারা।