নিবিড় অনুশীলন রোহিতের, অনুপস্থিত বিরাট

শহরে প্রথমবারের জন্য গোলাপি বলের দিন রাতের টেস্ট, তার উপর সারা সপ্তাহের কাজ শেষ করে খেলা দেখার সুযোগ। স্বাভাবিক ভাবেই কাল থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচ ঘিরে যথেষ্ট উদ্দীপনা রয়েছে বেঙ্গালুরুতে, সে যতই দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা হোক না কেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রথম দু’দিনের টিকিট নিঃশেষ। তার পরেও টিকিটের জন্য প্রচুর ভিড় চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে। 

ছবি :ইন্টারনেট

গোলাপি বল টেস্ট মানেই পিচ পরিবেশ ইত্যাদি নিয়ে একটা বিশেষ আলোচনা চলতেই থাকে। যদিও প্রত্যক্ষদর্শী মহলের মত অনুযায়ী এখানে যেহেতু শিশির একটু দেরিতে পড়া শুরু করে, তাই শিশির সমস্যায় ভোগার সম্ভবনা কম। পিচে ঘাস রাখা হয়নি। রজার বিনি এটাকে ‘টিপিক্যাল স্লো বেঙ্গালুরু উইকেট’ বলে আখ্যা দিলেন।

কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই প্রায় সাদামাটা টেস্টের আগের দিন ভীষণভাবে নজর কাড়লো রোহিত শর্মার ব্যাটিং প্র্যাকটিস। দীর্ঘক্ষণ রাহুল দ্রাবিড়কে উইকেট কিপারের জায়গায় দাঁড় করিয়ে বিক্রম রাঠোরের উপস্থিতিতে নিবিড় অনুশীলন করে গেলেন ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ডামি ফিল্ডিং সাজিয়ে। আর অধিনায়ক যখন এমন নিবিড় অনুশীলনে ব্যস্ত, তখন প্রাক্তন অধিনায়কের প্র্যাকটিসে না আসাটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো বিষয়।