১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছে ইংল্যান্ড দল। আজ পিসিবি এই খবর জানিয়েছে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল পাকিস্তান সফরে আসছে সাতটি টি২০ ম্যাচ খেলতে। আগামী ২০শে সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ। সূচী অনুযায়ী প্রথম চারটি ম্যাচ হবে করাচিতে এবং শেষ তিনটি ম্যাচ হবে লাহোরে। পিসিবির তরফ থেকে জাকির খান এই সঙ্গে আরও জানিয়েছেন অক্টোবরে টি২০ বিশ্বকাপ থাকায় ইংল্যান্ড দল এখন শুধু টি২০ ম্যাচ খেলে ফিরে যাবে। এরপর আবার ডিসেম্বরে আসবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, যেটা বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ইংল্যান্ড শেষবার যখন পাকিস্তান সফরে ২০০৫-০৬ সালে। সেবারে টেস্ট এবং ওয়ান ডে, দুটো সিরিজই পাকিস্তান যথাক্রমে ২-০ এবং ৩-২ ব্যবধানে জিতেছিল। এরপর ২০০৮ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের উপর আক্রমণ হওয়ার ফলে দীর্ঘদিন পাকিস্তানে কোন দল সফর করেনি। এখনও অনেক দল অনীহা দেখায় পাক সফরে যেতে। এই অবস্থায় ইংল্যান্ডের এই সফর পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের জন্য এক বাড়তি খুশির খবর।