৭৫ বছর পর বিশ্ব ক্রিকেট দেখল শেষ বলে টেস্ট জয়!

ডারবানের পর ক্রাইষ্টচার্চ, মাঝে ৭৫টা বছর। ক্রিকেট বিশ্ব দেখলো শেষ বলে টেস্ট ক্রিকেট জয়। সোমবার ঘটনাটা ছিল এরকম। ম্যাচের শেষ বল। আসিতা ফার্নান্দোর শর্ট বলটিতে পুল করতে চেয়েছিলেন কেইন উইলিয়ামসন। বল ব্যাটে না লাগলেও ছুটলেন রানের জন্য। জিততে হলে এই বলে যে ১ রান নিতেই হবে!

উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চাইলেন, হল না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প।

উইলিয়ামসন কি পৌঁছাতে পেরেছেন, নাকি সেন্টিমিটার বা মিলিমিটারের ব্যবধানে আটকে গিয়ে রানআউট হয়ে গেলেন? ম্যাচ কি ড্র, না কিউইদের জয়? রোমাঞ্চিত সারা স্টেডিয়াম।

মাঠের আম্পায়ার সাহায্য চাইলেন টিভি আম্পায়ারের। রুদ্ধশ্বাস অপেক্ষার পর তৃতীয় আম্পায়ার জানালেন, উইলিয়ামসন আউট হননি। স্কোরবোর্ডে যোগ হলো নিউজিল্যান্ডের ১ রান। যে রানে পঞ্চম দিনের শেষ বলে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জয় তুলেছে নিউজিল্যান্ড।

১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।

শেষ বলে ম্যাচ জিতে নিউজিল্যান্ড ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে দিল। আর হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ শেষ হল শ্রীলঙ্কার। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শিরোপার লড়াইয়ে খেলবে রোহিত শর্মার ভারত।