টিটোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় বদল


সদ্যসমাপ্ত বাংলাওয়াশ ট্রাই সিরিজে অনবদ্য ফর্মে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান। সিরিজে মোট ৫১.৩৩ ব্যাটিং গড় এবং ১৫০.৯৮ ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে তিনি সংগ্রহ করেন ১৫৪ রান।


এই দুরন্ত পারফরমেন্সের ফলে নতুন প্রকাশিত আইসিসি টিটোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় এক নম্বরে উঠে এসেছেন শাকিব আল হাসান। গত তালিকায় এক নম্বরে ছিলেন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবী এবং তাকে ছাপিয়ে গিয়েই আজ এক নম্বরে শাকিব।
ব্যাটিং তালিকায় খুব একটা পরিবর্তন হয়নি। মহম্মদ রিজওয়ান এবং সূর্যকুমার যাদব আছেন প্রথম দুই স্থানে। বাংলাওয়াশ ট্রাই সিরিজে ভালো খেলা কিউই ব্যাটার গ্লেন ফিলিপ্স ১৩ স্থান এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।
অলরাউন্ডারদের মধ্যে নামিবিয়া অলরাউন্ডার জে. জে স্মিত চার ধাপ এগিয়ে এসেছেন চার নম্বরে। জিম্বাবোয়ের সিকান্দার রাজা চার ধাপ এগিয়ে এসেছেন সাত নম্বরে।
বোলারদের মধ্যে অস্ট্রেলীয় জস হ্যাজলউড রয়েছেন শীর্ষস্থানেই। আফগানিস্তানের মুজিব-উর-রহমান দুইধাপ এগিয়ে এসেছেন পাঁচ নম্বরে এবং প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ একধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে।