টিটোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড ঋদ্ধিমান সাহার।

আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে নিজের তৃতীয় ম্যাচ খেললো ত্রিপুরা। সেই ম্যাচে ব্যাট হাতে এক নতুন রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা।


যেখানে দলের অন্য সমস্ত খেলোয়াড় ব্যর্থ, ব্যর্থ হয়েছেন ওপেনার বিক্রম কুমার দাস, গত ম্যাচে অনবদ্য খেলা সুদীপ চ্যাটার্জী, নির্ভরযোগ্য শ্রীদাম পাল, শুভম ঘোষরা, ঠিক সেইখানেই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি দারুণ ইনিংস খেললেন ঋদ্ধি।
আজ ব্যক্তিগত ২১ রান করার সাথেই ত্রিপুরা অধিনায়ক ঋদ্ধিমান হলেন ২২তম ভারতীয় এবং ১২৯তম ক্রিকেটার যিনি টিটোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান সম্পূর্ণ করলেন। ভারতীয়দের মধ্যে তার আগে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান,মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, মনীশ পান্ডে, গৌতম গম্ভীর, অম্বতি রায়ুডু, আজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল, মায়াঙ্ক আগারওয়াল এবং বীরেন্দ্র শেহবাগ।


সেই সঙ্গে আজ পাঞ্জাবের সঙ্গে নিজের অর্ধশতক পূর্ণ করে কেরিয়ারে নিজের ২২তম হাফসেঞ্চুরি করেছেন ঋদ্ধি। ইনিংসের দ্বিতীয় শেষ বলে সিদ্ধার্থ কলের বলে আউট হওয়ার আগে ৫৫ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ রান করে যান তিনি।
পাঞ্জাবের বিরুদ্ধে প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৮ রান তুলেছে ত্রিপুরা। ঋদ্ধিমানের পরে দ্বিতীয় সর্বোচ্চ রান দীপক ক্ষত্রির করা ১৪ বলে ২৫।