বিশ্বের তৃতীয় দেশ হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ তম জয়ের কীর্তি স্থাপন করল পাকিস্তান।এর আগে অষ্ট্রেলিয়া ও ভারতের অনুরূপ নজির রয়েছে। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জেতায় বাবর আজমরা এই রেকর্ড স্পর্শ করলেন।
পাক ব্যাটসম্যান ফকর জামান এর দূরন্ত সেঞ্চুরি এই জয়ের অন্যতম কারিগর।ও ডি আই তে এই ব্যাটসম্যান উপুর্যপরি দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকালেন।এর আগে জানুয়ারী মাসে করাচিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান করলেও সেই ম্যাচ ২ উইকেটে হেরে যায় পাকিস্তান।গত কালের ম্যাচে অবশ্য তার পুনরাবৃত্তি হয়নি।ডারেল মিচেল এর অনবদ্য সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে কিউইরা ২৮৯ রানের লক্ষ্যমাত্রা দিলে সেই রান তাড়া করতে গিয়ে ফকর এর ১১৪ বলে ১১৭ রানের রাজকীয় ইনিংস ছাড়া উল্লেখযোগ্য অবদান দলের অধিনায়কের।বাবর নিজে ৪৯ রানে আউট হলেও ফকরের সঙ্গে তার ৯০ রানের জুটি ম্যাচের ভাগ্য নির্নয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও তার আগে ফকর ও ইমাম উল হক এর ১২৪ রানের পার্টনারশিপ পাক বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অসামান্য অবদান রেখেছে। শেষদিকে মহম্মদ রিজওয়ান অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেওয়ায় একদিনের সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে যাওয়া সম্ভবপর হল পাকিস্তানের।টি টোয়েন্টি সিরিজ ২-২ ফলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ার কারণে প্রবলভাবে সমালোচিত পাক বাহিনী ও ডি আই সিরিজ জিততে পারলে সমালোচনার ক্ষতে কিঞ্চিৎ প্রলেপ পড়বে বলে আশা করা যায়।