নয়া উদ্যোগ সিএবির


আসন্ন ৬ই জুন থেকে শুরু হতে চলেছে রনজি ট্রফির নক-আউট পর্ব। ২১ জনের সদস্যসংখ্যা নিয়ে আপাতত ব্যাঙ্গালোরে তারই প্রস্তুতিতে বাংলা।
এরই মধ্যে নতুন উদ্যোগ সিএবির। ক্লাব-ক্রিকেটে ভালো পারফর্ম করেও বেশ কিছু ক্রিকেটার ডাক পাননি বাংলা দলে। এবার সেইসব ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি লাল-বলের ম্যাচ করাতে উদ্যোগী হয়েছে সিএবি। যেহেতু প্রথম ডিভিশনের সেমি-ফাইনাল ও ফাইনাল রনজি ট্রফির পরেই হবে, তাই এই মধ্যবর্তী সময়ে এই খেলা করানোর চেষ্টায় আছে সিএবি।


এই ব্যাপারে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন “বাংলা দল ফিরলে তবেই প্রথম ডিভিশনের সেমি-ফাইনাল ও ফাইনাল করানো যেতে পারে। তাই আমরা দুটি দল তৈরী করবো ব্যালান্স করে এবং তাদের মধ্যে একটি মাল্টি-ডে ম্যাচ করাবো। এর ফলে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাক্টিস পাবে এবং ফর্ম দেখানোর সুযোগও পাবে।”
সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেছেন “এমন অনেক খেলোয়াড় আছেন যাঁরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও একটুর জন্য বাংলা দলে আসতে পারেননি। তাঁদের ম্যাচ-প্র্যাক্টিসে রাখা এবং কেই বা বলতে পারে কারোর আগুনে পারফরমেন্স কাউকে বাংলা দলের দাবিদার করে দেবেনা? এটাই উদ্দেশ্য এই ম্যাচ অনুষ্ঠিত করার। এতে সাপ্লাই-লাইন আরো বাড়বে।”
প্রসঙ্গ আজ থেকে কালীঘাট ও পুলিশ দলের মধ্যে প্রথম ডিভিশনের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাঠে।