আইপিএল প্লে–অফ: বিলেত থেকে ইডেনে এল আরও একটি সাদা কভার


শিশির এবং বৃষ্টি।
ম্যাচ বাতিল হয়ে যাওয়ার দুই প্রধান অস্ত্র।
সংশয়ে রেখে দিচ্ছে সিএবি কর্তাদের এখন থেকেই। পরপর দু’‌দিন ইডেনে আইপিএলের প্লে–অফ ম্যাচ যাতে ভেস্তে না যায়, তার জন্য বিলেত থেকে আরও একটি সাদা কভার নিয়ে আসা হল। এই নিয়ে এমন কভারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। প্রথমটির ক্ষেত্রে খানিকটা ফাঁক থাকছিল। এবার নতুন কভার এসে যাওয়ার পর মাঠ ভেসে যাওয়ার সম্ভাবনা যাবে অনেক কমে। এ খবর জানিয়ে ইডেনের কিউরেটর সুজন মুখার্জি জানালেন, ‘‌আপাতত ঢেকে রাখা হয়েছে গোটা মাঠ। প্রবেশাধিকার নিষিদ্ধ। পর্যাপ্ত সার ছড়ানো হয়ে গিয়েছে। প্লে–অফ ম্যাচের সময় ইডেনকে আরও ঝকঝকে, আরও সবুজ অবস্থায় দেখতে পাবেন।’‌ ১২ মে থেকে ঢাকা সরিয়ে পিচ প্রস্তুতির দিকে নজর দেওয়া হবে।


কেমন হবে এবারের ২২ গজ?‌ এখনও পর্যন্ত এবারের আইপিএলে জোরে বোলারদের দাপট দেখা গেছে। বল ছুটেছে গতিতে। এ সব প্রসঙ্গ টেনে সুজন জানালেন, ‘‌ইডেনে গত ৪–‌৫ বছর যেমন উইকেট হয়, তেমনই হবে। আমাদের তৈরি করা উইকেট নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারেনি। এবারও পারবে না।’‌ বোর্ড থেকে অবশ্য প্লে–অফ ম্যাচের পিচের চরিত্র নিয়ে কোনও নির্দেশ আসেনি। সুজনের কথায়, ‘‌ইদানীং কোনও নির্দেশ বোর্ড থেকে আসে না তো। আমাদের সঙ্গে রয়েছেন বোর্ড সভাপতি। সৌরভ আছেন যখন, তখন পরামর্শ আর কে দেবেন?‌ আমি তো নিয়ম করেই ওঁর সঙ্গে কথা বলে পিচ তৈরির কাজে মন দিই।’‌ এবার দুটি ম্যাচের জন্য দুটি উইকেট তৈরি করা হবে। চাইলে, দু’‌দিনে দুটি পাশাপাশি পিচে খেলা হবে। যদি দেখা যায়, প্রথম দিনের ৪০ ওভার খেলার পর দ্বিতীয় দিনেও ওই একই উইকেটে খেলা করানো যাবে, তাহলে দ্বিতীয় পিচের দিকে হাত বাড়ানো হবে না। দু’‌সপ্তাহ আগে থেকেই সুজন কিন্তু ডুবে গিয়েছেন ২২ গজের কাজে।‌