শুভম সরকারের দাপটে জয় মোহনবাগানের


শুরুতে প্রিনান দত্ত এবং আয়ুষ কুমার সিং যখন নেতাজী সুভাষ ইনস্টিটিউটের অলরাউন্ডার দীপাঞ্জন মুখার্জীর বলে ফিরে গিয়েছেন, তখন ইনিংসকে যে ভিত দিয়েছিলেন আদিত্য ভার্মা, সেই ভিতের ওপর দাঁড়িয়েই দুরন্ত স্লগ করে ম্যাচে মোহনবাগানকে দুর্ভেদ্য করে তুললেন শুভম সরকার।


শুরুতে দুই মোহনবাগান ব্যাটারকে দীপাঞ্জন ফিরিয়ে দেওয়ার পর ধীরগতির ব্যাটিং করে মোহনবাগানকে কিছুটা ভালো জায়গায় পৌঁছে দেন আদিত্য ভার্মা। সেই সঙ্গে উইকেটরক্ষক উভাইস আহমেদ ঝোড়ো ব্যাটিং করেন। এরপর আদিত্য ভার্মা ৭৯ রান করে আউট হলে খেলার গতি পাল্টে দেন শুভম সরকার এবং অধিনায়ক অর্ণব নন্দী। শুভম ৩১ বল খেলে ৪টি চার ও সমান ছক্কা মেরে ৫৭ রান করেন এবং অর্ণব ৩টি চার ও ৩টি ছয় মেরে করেন ৩৯ রান। ফলে সহজেই ৩০৮ রানের পাহাড়প্রমান স্কোর খাড়া করে মোহনবাগান।
ব্যাট করতে নেমে নেতাজী ব্যাটিংয়ের তিন প্রাণকেন্দ্রই হন ব্যর্থ। দীপাঞ্জন মুখার্জী মাত্র ২ রান করলেও অনুপ সমাদ্দার করেন ২৯ এবং অধিনায়ক পঙ্কজ সাউ করেন ৩৪। এছাড়াও দীপক মাহাতোর করা ৩০ রানের সৌজন্যে মাত্র ১৭৩ বোর্ডে তোলে নেতাজী।
ব্যাট-বলে অনবদ্য হওয়ায় ম্যাচের সেরা শুভম সরকার।