এক অদ্ভুত সমাপতনের সামনে অভিমন্যু ঈশ্বরণ ও পরিবার

রঙ্গনাথন পরমেশ্বর ঈশ্বরণ-এর কাছে বোধহয় স্বপ্নপূরণের দিন হতে চলেছে আগামী ৩রা জানুয়ারী। নাকি আরও বড় কিছু!

১৯৮৮ সালে এই তামিল যুবক স্বপ্ন দেখেছিলেন তৎকালীন উত্তর প্রদেশের দেরাদুনের বুকে একটা ক্রিকেট একাডেমি তৈরি করার। পরবর্তীতে যার নাম রেখেছিলেন নিজের ছেলের নামে, অভিমন্যু ক্রিকেট একাডেমি। যেখানে এখন প্রত্যেক বছর ৫১ জন করে নয় থেকে ষোল বয়সী কিশোর নিজেদের স্বপ্ন সফল করার লক্ষ্যে আসে। রমাকান্ত আচারেকার থেকে শুরু করে শন টেট, দীপ দাশগুপ্ত সহ অনেকেই গেছেন সেখানে কোন না কোন সময়ে মিস্টার ঈশ্বরণ এর আমন্ত্রণে সাড়া দিয়ে।

কিন্তু একাডেমির ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ৩রা জানুয়ারী। যেদিন এই একাডেমির মাঠে রনজি ম্যাচ খেলতে মুখোমুখি হবে বাংলা এবং উত্তরাখন্ড। ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে যখন নিজের নামাঙ্কিত একাডেমির মাঠে, বাবার স্বপ্নকে অনেকাংশেই সফল করে বাবার সামনে বাংলার ব্লেজার গায়ে টস করতে নামবেন অভিমন্যু ঈশ্বরণ!  এই প্রথম কোন খেলোয়াড় নিজের বা পারিবারিক একাডেমির মাঠে ফার্স্টক্লাস ম্যাচ খেলতে নামছেন কিনা সেই নিয়ে ক্রিকেট ইতিহাসবিদরা আলোচনা করতেই পারেন। 

এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন অভিমন্যু, সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচন। শেষ তিনটে ফার্স্ট ক্লাস ম্যাচেই এসেছে শতরান। চতুর্থটা কি নিজের উঠোনেই? অপেক্ষায় গোটা দেরাদুন, অপেক্ষায় অভিমন্যু ক্রিকেট একাডেমি, অপেক্ষায় আরপি ঈশ্বরণ।