ঋষভ পন্থের বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহের তরফ থেকে বিবৃতি এলো। যেখানে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে আজ সকালের দুর্ঘটনায় পন্থের কপালে দু জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া ডান হাঁটু (লিগামেন্ট ছিঁড়েছে), ডান কব্জি, গোড়ালি এবং পায়ের পাতায় তিনি চোট পেয়েছেন। পিঠেও একটি চোট আছে। একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে ডাক্তারি ভাষায় তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে দেরদুনের ম্যাক্স হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই তাঁর এমআরআই করা হবে।
একই সঙ্গে বোর্ড ঋষভের পরিবারের পাশে থাকার এবং তিনি যাতে সেরা চিকিৎসা পান তার সবরকম দেখভালের আশ্বাস দিয়েছে।