হয়ে গেল কে এল রাহুলের পরিবর্ত ঘোষণা।

আর সি বি এর বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া লক্ষ্মৌ সুপার জায়ান্টস এর অধিনায়ক ইতিপূর্বে‌ই ছিটকে গিয়েছেন আই পি এল থেকে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। রাহুলের পরিবর্ত হিসেবে লক্ষ্মৌ ম্যানেজমেন্ট কার নাম ঘোষণা করে সেই নিয়ে ক্রিকেট মহলে স্বাভাবিক জল্পনা ছিল। গতকাল তার অবসান ঘটেছে।কে এল রাহুল এর বদলি ক্রিকেটার করণ নায়ার।

২০১৬ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে বীরেন্দ্র সেহবাগ এর পর একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরানের ইনিংস খেলার রেকর্ড যার ঝুলিতে সেই করণ নায়ার এর জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক কেরিয়ার বিস্ময়করভাবে সংক্ষিপ্ততম। এখনও পর্যন্ত মাত্র ৬ টি টেস্ট ও ২ টি ওডিআই খেলা নায়ার অবশ্য আই পি এল এর দুনিয়ায় বেশ সাড়া জাগানো নাম।২০১৩ সালে আর সি বি দলের হয়ে তার আই পি এল অভিষেক। এখনও পর্যন্ত ৭৬ ম্যাচের ৬৮ ইনিংসে তিনি ১২৭.৭৫ গড়ে ১৪৯৬ রান করেছেন।দশটি অর্ধশতরানের ইনিংস‌ও তিনি খেলেছেন।২০২২ সালে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করলেও এবারের নিলামে অবিক্রীত এই ক্রিকেটার মাঝে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। পঞ্চাশ লক্ষ বেস প্রাইসে তাকে কেনার মূল কারণ অবশ্য ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক সাফল্য।প্রথম শ্রেণীর ক্রিকেটে বিগত কয়েকবছর ব্যাপী তার পারফরম্যান্স এর সুবাদে জাতীয় দলে তিনি ফিরতে পারেন এমন সম্ভাবনার বিশ্বাসযোগ্য ভিত্তি তৈরি হ‌ওয়ার আগেই নিজের দক্ষতা প্রমাণের বড় সুযোগ পেয়ে গেলেন নায়ার।এল এস জি জার্সিতে তার সম্ভাব্য প্রদর্শনের ওপর জাতীয় নির্বাচকমণ্ডলীর কৌতুহলী নজর থাকবে বলে আশা করা যায়।আই পি এল এর আসরে নিজেকে মেলে ধরতে পারলে জাতীয় দলের দরজা ফের তার জন্য খুলে যেতেই পারে।