কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর- ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট।

 

আইপিএলের ষোড়শ সংস্কারণের নবম ম্যাচে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর।

লিগের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগের ব্যর্থতায় পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং অপরদিকে থাকা রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর বেশ ভালোভাবে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ব্যাটিংয়ের দিকে দেখলে আজ আরসিবি অনেকটাই শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স দলের তুলনায়। তাদের প্রথম তিনে থাকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং মাইকেল ব্রেসওয়েল অনেকটাই শক্তিশালী কেকেআরের প্রথম তিনের তুলনায়। কলকাতা দলের একটি অন্যতম সুবিধা এই যে শুরুতে আসা রহমানুল্লাহ গুরবাজ বেশ আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। এছাড়াও মধ্যবর্তী ওভারে ভেঙ্কাটেশ আইয়ার এবং অধিনায়ক নীতিশ রানা থাকায় তাঁরা ব্যাঙ্গালোর স্পিনারদের ভালোই খেলবেন বলেই ধরা যেতে পারে। শাহবাজ আহমেদ বাঁহাতি হওয়ায় এটা কেকেআরের একটি সুবিধা এবং ওপর স্পিনার কর্ণ শর্মার বিরুদ্ধে নীতিশ রানার স্ট্রাইক রেট ২০০।

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে বোলিং। গত ম্যাচে শার্দুল ঠাকুরকে দলে এনে ব্যাটিং গভীরতা বাড়ালেও তিনি দিয়ে বসেছিলেন ৪৩ রান। এছাড়াও টিম সাউদিও দিয়েছিলেন প্রায় ৫০ রান। একমাত্র বরুণ চক্রবর্তী ও উমেশ যাদব ছাড়া আশানুরূপ বোলিং করেননি কেউই। আজ হয়তো নিজের পুরোনো দলের বিরুদ্ধে নামতে পারেন কূলবন্ত খেজরোলিয়া।

 

রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর নিশ্চিতভাবেই চেষ্টা করবে নিজেদের গত ম্যাচের লাইনআপ ধরে রেখে পারফরমেন্স গ্রাফ উঁচুতে নিয়ে যাওয়ার।

 

পিচ রিপোর্ট:-

ইডেন গার্ডেন্স স্বাভাবিকভাবেই পেসারদের অনুকূলে থাকে সর্বদা। তবুও শেষ কিছু বছর ধরে বেশ হাই-স্কোরিং ম্যাচ হয়েছে এখানে। আজ আশা করা যায় ব্যাটিং-বোলিং দুই পক্ষের জন্যই সুবিধা থাকবে পিচে।

 

সম্ভাব্য একাদশ:-

কলকাতা নাইট রাইডার্স:-

মানদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ(উইকেটরক্ষক), ভেঙ্কাটেশ আইয়ার, নীতিশ রানা(অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, কূলবন্ত খেজরোলিয়া।

রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর:-

ফ্যাফ ডুপ্লেসি(অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াস প্রভুদেশাই, দীনেশ কার্তিক(উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, কর্ণ শর্মা, হার্শল প্যাটেল, আকাশদীপ, মহম্মদ সিরাজ।