সুসময় বোধহয় একেই বলে। মঙ্গলবার বল হাতে ওভালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পর বুধবারই পেলেন আর এক সুখবর পেলেন জসপ্রীত বুমরা। আইসিসি-র সদ্য প্রকাশিত ক্রমতালিকায় ট্রেন্ট বোল্টকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন তিনি।
বুধবার আইসিসি একদিনের আন্তর্জাতিকে পারফরম্যান্স এর ভিত্তিতে বোলারদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে বুমরা,বোল্টের পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। ওভালে বুমরার সঙ্গে আগুন ঝরানো মহম্মদ সামিও তিন ধাপ উপরে উঠেছেন এই ক্রমতালিকায়।