অদ্ভুত কারনে চোট জাদেজার, ক্ষোভ বোর্ডের অন্দরমহলে

একটি প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের দেওয়া খবর অনুযায়ী আসন্ন বিশ্বকাপে পাওয়া যাবে না রবীন্দ্র জাদেজাকে।

সেই সূত্র অনুযায়ী এশিয়া কাপ চলাকালীন স্কি বোর্ডের উপর ব্যালান্স না রাখতে পেরে পড়ে যান জাদেজা আর সেটাই চোটের কারণ। এটা ভারতীয় দলের ট্রেনিং সেশনের অংশ ছিল না। আর সেটা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে বোর্ডের একাংশে। যেটা খুব স্বাভাবিক। একটা এত বড় প্রতিযোগিতা চলাকালীন এই ধরনের অদ্ভুত এবং খেলার সঙ্গে সম্পর্কহীন কারনে চোট পেয়ে যদি দলের কোন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে চলে যেতে হয় এবং সেই সঙ্গে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে ক্ষোভ তৈরি করবেই। সেই সঙ্গে সেই বোর্ডকর্তা প্রশ্ন তুলেছেন বলেও জানা যাচ্ছে যে এইরকম ঘটনার পরেও কোচ রাহুল দ্রাবিড় শান্ত আছেন কিভাবে!

হংকং ম্যাচের ভারতীয় দল হোটেলের নিকটবর্তী বিচে ওয়াটার স্পোর্টসে মেতে উঠেছিলেন (যার ছবি উইলোর উইলে প্রকাশিতও হয়) আর সেখানেই চোট লাগে বলে অনুমান করা হচ্ছে। এরপর গত সপ্তাহে মুম্বাইয়ের এক হসপিটালে জাদেজার হাঁটুর অপারেশন করা হয়।