নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন মনে করছেন ঈশান পোড়েল


সদ্য ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে রনজি ট্রফির চলতি মরশুমের প্রথম ম্যাচের ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বেরোচ্ছেন ঈশান পোড়েল। অন্তর থেকে যেন বেশ কিছুটা সাবলীল তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে প্রথম ম্যাচ বেশ ভালো হয়েছে তার। ব্যাট হাতে আকাশদীপের বিপরীতে ব্যাট করার সময় যে ৬টি বল ব্যাট করার সুযোগ পেয়েছেন তাতেও তিনি ছিলেন বেশ স্বছন্দ, যা আগের ঈশানের সাথে ঠিক মেলেনা।
বেশ কিছুদিন খুব খারাপ সময় গিয়েছে তার। প্রথমে ২০২১-২২ রনজি ট্রফির সেমিফাইনালে প্রথম এগারো থেকে বাদ পড়া এবং তারপর চিকেন পক্স হওয়ার কারণে সৈয়দ মুস্তাক আলী ট্রফির দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং কোনো কারণে বিজয় হাজারে ট্রফি খেলতে না পারা- সব মিলিয়ে বেশ খারাপ সময় কাটার পরে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে মোহনবাগান এবং কালীঘাট ম্যাচে ফিরে আসেন তিনি। মোহনবাগান ম্যাচে ভালো করতে না পারলেও কালীঘাট ম্যাচ থেকে আবার যেন সেই পুরোনো ঈশান।


নিজের ফিরে আসা নিয়ে সরাসরি ঈশান পোড়েলের সাথে ‘উইলোর উইল’-
প্রশ্ন:- এতদিন পর ফিরে ম্যাচের সেরা। কতটা ভালো লাগছে।
ঈশান:- টিমের যে কোনো জয়ের ক্ষেত্রেই অবদান রাখতে পারলে ভালো লাগে, সেটা রাজ্য, জেলা, ক্লাব যে কোনো দলেই হোক। রনজি ট্রফির মতো একটা সিজনে এতো ভালো শুরু খুব দরকার ছিল আর ৬ পয়েন্ট পাওয়া একটা বড় ব্যাপার কারণ এবার রনজি ট্রফিতে সাতখানা ম্যাচ গ্রুপ স্টেজে।
প্রশ্ন:- মুস্তাক আলী, বিজয় হাজারে খেলতে না পারার পর ক্লাব ম্যাচগুলো কতটা সুযোগ হিসেবে দেখেছিলে?
ঈশান:- ক্লাব ম্যাচ সুযোগ নিশ্চয়ই ছিল কারণ মাঝখানে আর কোনো ম্যাচ ছিল না। রনজি ট্রফিতে চার দিনের বড়ো একটা ম্যাচ, মেন্টাল ফিটনেস খুব বড়ো ব্যাপার। ওই দুটো ম্যাচ পেয়েছিলাম বলে অনেকটাই সুবিধা হয়েছে। লম্বা স্পেল বল করেছি এবং তার ফলে শরীরের একটা রিদম তৈরী হয়। যতই জিম বা ট্রেনিং করো, মাঠে গিয়ে বল করলে একটা অন্যরকম প্রস্তুতি হয়। দুটো ম্যাচ খুব সাহায্য করেছে। আশা রাখি আগামী ম্যাচগুলিতে আরো ভালো করবো।
প্রশ্ন:- ব্যাট হাতে ফার্স্ট ইনিংসে ৬টা বল ভালো ব্যাট করেছো। কি কি প্রস্তুতি নিচ্ছ ব্যাটিংয়ের?
ঈশান:- ব্যাটার হিসেবে ভালো বলতে লক্ষীদা বলেছিল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিনটে ডিপার্টমেন্টেই অবদান রাখতে হবে। আমার পক্সের পর বেশ কিছুদিন শরীর খারাপ ছিল। তখন ব্যাটিং, বোলিং কিছু হয়নি। তারপর লাল বলে ম্যাচ খেলা কঠিন যেখানে আমার স্কিল অন্য ব্যাটারদের থেকে অনেকটাই কম। কিন্তু নেটে প্র্যাক্টিস করে ব্যাটে মিডল করতে পারছি অনেকটাই।
সবসময়ই এগারো নম্বর হিসেবে আমার দায়িত্ব এই যে আমি আমার উল্টোদিকের ব্যাটারকে বেশী স্ট্রাইক দেবো এবং নিজে যেন বেশী বল খেলতে পারি।