কোথায় হবে আইপিএলের মিনি নিলাম?


২০২৩ আইপিএলের আগে একটি ছোট নিলাম আয়োজন করছে বিসিসিআই। আপাতত পাওয়া খবর অনুযায়ী ১৬ই ডিসেম্বর হতে চলেছে সেই নিলাম।


বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই বছর বিদেশে অনুষ্ঠিত হবে এই নিলাম এবং প্রথম পছন্দ হিসেবে তুর্কির ইস্তানবুলকেই বেছেছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এই প্রসঙ্গে বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএলের গভর্নিং বডির কথাবার্তা চলছে বলেই সূত্রের খবর। দ্বিতীয় পছন্দ হিসেবে ব্যাঙ্গালোরকে বেছে নিয়েছে বিসিসিআই। তুর্কিতে এই নিলাম আয়োজন করা হলে মোট ৪দিনের সফর হবে আয়োজক ও ফ্রাঞ্চাইজিদের।
উল্লেখ্য এর আগে ২০১৩ সালে আইপিএল মিনি নিলাম হয়েছিল সিঙ্গাপুরে। ২০১৬ সালে এই ওয়ার্কশপ লন্ডনে করার কথা থাকলেও বাড়তি খরচের জন্য ফ্রাঞ্চাইজিরা রাজি হয়নি। কিন্তু এই বছর আয় বেড়েছে প্রত্যেক ফ্রাঞ্চাইজিদের, ফলে বিদেশে নিলাম হলেও কোনো সমস্যা নেই তাদের।
প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নিজেদের শেষ রিটেনশন করার শেষদিন ধার্য করা হয়েছে ১৫ই নভেম্বর। এবং এই বছর নিলামের মোট অর্থ পাঁচ কোটি বাড়িয়ে ৯৫ কোটি করা হয়েছে।
২০২৩ সালের আইপিএল মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের শেষ অবধি চলবে।